সারাদেশ

কুমিল্লায় ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ কিং কোবরা বাজি আটক

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা
কুমিল্লার বিবির বাজার সীমান্ত এলাকা থেকে এক কোটি ১৯ লাখ ৬৫ হাজার টাকার মূল্যের ভারতীয় অবৈধ কিং কোবরা আতশ বাজি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বুধবার (১২ মার্চ) দুপুর দুইটায় এ তত্য জানান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ।
বিজিবি সূত্র জানায়, বুধবার (১২ মার্চ) ভোরে ১০ বিজিবির আওতায় সদর উপজেলার বিবির বাজার বিওপির কটকবাজার এলাকায় অভিযান পরিচালনা বিজিবি। অভিযানে পরিচালনা করে সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ছয় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মিয়া বাজার (ফুড প্যালেস) নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় ভারতীয় অবৈধ কিং কোবরা আতশ বাজি আটক করা হয়। এর মধ্যে অবৈধ ভারতীয় পাঁচ লাখ ৯৭ হাজার ৮০০টি কিং কোবরা বাজি আটক করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ১৯ লাখ ৬৫ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে এসব মালামাল আটক করা হয়। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং