সারাদেশ

যাত্রীবাহী মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় চারজন গ্রেফতার

জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে ইট ছুড়ে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (১২ মার্চ) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন এ
তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর ৩ নম্বর গলি এলাকার হামিদুল ইসলামের ছেলে তুষার হোসেন (৩০), ১ নম্বর মিলগেট রায়পুর উত্তরপাড়া এলাকার আব্দুল লতিফ খানের ছেলে তুষার আহম্মেদ অন্তর খান (২৯), কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকার সোলেমান মণ্ডলের ছেলে রাশেদুল ইসলাম ওরফে কেতু ওরফে কেচু (৩৫) ও মানিক মণ্ডলের ছেলে আব্দুর রহিম মণ্ডল (৩৬)।
এর আগে গত ৯ই মার্চ (রবিবার) রাত ৯ টার দিকে রাজশাহীর উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি কোণাবাড়ি এলাকায় ডাকাতের কবলে পড়ে।
রাতেই এই ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় অভিযোগ দায়ের হয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, যাত্রীবাহী মাইক্রোবাসটি কোনাবাড়ী এলাকায় পৌঁছালে ডাকাতরা ইট ছুড়ে মারে। এসময় চালক মাইক্রোবাসটি থামান। পরে সাত-আটজনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে। এসময় যাত্রীদের সঙ্গে থাকা সাতটি মোবাইল ফোন ও নগদ প্রায় ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। পরে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং