সারাদেশ

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাঁচ সফল প্রতিবন্ধী নারীকে সম্মাননা প্রদান

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ ‌ অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংগঠনের কারিগরী সহায়তায় বৃহস্পতিবার(১৩ মার্চ) সকাল ১১টায় নিজস্ব কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল পাঁচজন প্রতিবন্ধী নারীকে বিশেষ সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
ডাবলুডিডিএফের আয়োজনে ও আইডাবলু আর এ্এম এশিয়া প্যাসেফিকের সহায়তায় দিবসটি উপলক্ষে র‍্যালি,আলোচনাসভা,সফল প্রতিবন্ধীনারীদের সম্মাননা প্রদান সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারীর অধিকার ও প্রতিবন্ধী নারীদের অন্তর্ভুক্তির দাবিতে  জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সভাপতি প্রতিবন্ধী মাছুরা খাতুন সুমির সভাপতিত্বে ও সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবিব।  আলোচনাসভা শেষে পাঁচ জন প্রতিবন্ধী নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন পর্যায়ে  কুলসুম খাতুন, শিক্ষা ও জ্ঞান বিস্তার পর্যায়ে সুধা রানী মন্ডল, অর্থনৈতিক স্বনির্ভরতায় জেসমিন খাতুন, সংগ্রামী শিক্ষার্থী পর্যায়ে একাদশী মন্ডল ও সামাজিক উন্নয়ন ও অংশগ্রহণ পর্যায়ে  মাসুমা আক্তারকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং