সারাদেশ

মণিপুরী ললিতকলায় ৭দিন ব্যাপী বিভিন্ন প্রশিক্ষণের উদ্বোধন

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে তবলা, সাধারণ সংগীত, হোলি, খুবাখুশি, নাটক, আবৃত্তি, চিত্রাংকন বিষয়ক ৭ দিনব্যাপী বাৎসরিক প্রশিক্ষণ কর্মশালা ও মণিপুরী নৃত্য বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয় ।
বৃহস্পতিবার(১৩ মার্চ) বিকাল ৪টায়
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) বাস্তবায়নের আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও
মণিপুরী ললিতকলা একাডেমির সভাপতি মো. ইসরাইল হোসেন।
মণিপুরী ললিতকলা একাডেমির উপ পরিচালক ( অতিঃদায়িত্ব)  প্রবাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা’র সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান স্থপতি তামান্না রহমান, বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাখন চন্দ্র সূত্রধর, মৌলভীবাজার সহকারী কমিশনার মো.ফয়সাল ইবনে ইদ্রিস।
এছাড়াও বক্তব্য রাখেন,বাংলাদেশ বেতারের শিল্পী এম এম রহমান,হবিগঞ্জ শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা জ্যোতি সিনহা।
প্রশিক্ষণ কর্মশালায় একাডেমির প্রশিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকরা উপস্থিত ছিলেন ।
মণিপুরী ললিতকলা একাডেমির উপ পরিচালক ( অতিঃদায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহ জানান, ৭দিন ব্যাপী বিভিন্ন প্রশিক্ষণে ২ শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। আলোচনাসভা শেষে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, মণিপুরী হোলি,মণিপুরী নৃত্য সহ বিভিন্ন সংস্কৃতি পরিবেশন করা হয় ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং