ফেনীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার উদ্যোগে ১৩ মার্চ বৃহস্পতিবার ফেনীর স্বনামধন্য রেষ্টুরেন্ট বেষ্ট ইনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।এতে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা শাইখুল হাদিস মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,মাহে রমযান তাকওয়া অর্জনের মাস।তাকওয়াবান মানুষই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ।অন্যায় অপরাধ থেকে দূরে থেকে সাম্য,মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের সমাজ গঠনে ব্রতী থাকে এই তাকওয়াবান মুসলমানেরা।এজন্য তাকওয়া বৃদ্ধির মাস রমজান ইসলামে অশেষ গুরুত্ব বহন করে।তাকওয়াবান ব্যক্তিদের হাতে দেশ অর্পিত হলেই সমাজের সর্বস্তরে ইনসাফ সুপ্রতিষ্ঠিত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক বলেন গোনাহমুক্ত জিন্দেগী গড়ার মাধ্যমে দ্বীন ইসলামকে বিজয়ী মতবাদ হিসেবে প্রতিষ্ঠার শরয়ী দায়িত্ব পালনে প্রত্যেক মুসলমানকে তৎপর হতে হবে।তাহলে রমজানের শিক্ষা পূর্ণতা পেতে পারে।ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিষয় এন পির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক,আনোয়ার হোসাইন পাটোয়ারী,ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আবদুল হান্নান,হেফাজতে ইসলাম ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক,বাংলাদেশ খেলাফত মজলিসের ফেনী জেলা সভাপতি মাওলানা জসিম উদদীন,খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরি,এ বি পার্টির কেন্দ্রীয় সদস্য ইন্জিনিয়ার শাহ আলম বাদল,গন অধিকার পরিষদের জেলা সেক্রেটারি প্রকৌশলী রেজাউল করিম,জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রেজভী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আবদুল মোহাইমিন তাজিম।ফেনী জেলা ইসলামী আন্দোলনের উপদেষ্টা মাওলানা নুরুল করিম,মুফতি তৈয়ব সুলতানি,মাওলানা মীর আহমদ মীরু,বামুকের জেলা ছদর মাওলানা কাজী গোলাম কিবরিয়া,যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা জাহিদ হাসান চৌধুরী,ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আলী আহমদ ফোরকান।শর্শদি দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার,জামেয়া ইসলামিয়া ফেনীর মুহতামিম মাওলানা মুমিনুল হক জাদিদ,মিডিয়া ব্যাক্তিত্ব মুফতি মুহাম্মাদ আলী,আল হুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আলাউদ্দিন নুরী, মুফতি নজরুল ইসলাম।