সারাদেশ

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আবদুর রহিম: দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও প্রয়াত নেতা মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে ৫ টার সময় চরহাজারী শান্তিরহাট প্রাথমিক বিদ্যালয় মাঠে, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হারুনুর রশিদ ভুইয়ার সভাপতিত্বে ও চরহাজারী ২নং ওয়ার্ড বিএনপি নেতা আবদুল মতিনের সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির আহবায়ক কমিটির সদস্য আল হাজ্জ ফখরুল ইসলাম।

ইফতার মাহফিলে আলোচনা করেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক আনিছুল হক, কোম্পানীগঞ্জে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একরামুল হক মিলন,কোম্পানীগঞ্জ উপজেলার যুবদলের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মেহেদী হাসান টিপু, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, চরহাজারী ইউনিয়ন যুবদল নেতা আলমগীর।

এই সময় চরহাজারী ইউনিয়ন বিএনপির, যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,