ফেনীর সোনাগাজীর হাজীপাড়া ছাত্র ও যুব কল্যাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের হাজীপাড়া ছাত্রও যুব কল্যাণ পরিষদের পক্ষ থেকে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।সংগঠনের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিয়ত উল্যাহ সোহেলের সঞ্চালনায় বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,সোনাগাজী কামিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হোছাইন।
বিশেষ অতিথি ছিলেন,সোনাগাজী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল কাশেম,সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার নূরুল আফছার,মোহাম্মদ আলী, মোহাম্মদ খালেদ,মিজানুর রহমান।এই সময় আরো উপস্থিত ছিলেন,তত্ত্ববধায়ক কামাল উদ্দিন,সংগঠনের সহ সভাপতি দেলোয়ার হোসেন,যুগ্ম সম্পাদক ইব্রাহিম মিয়াজী,ধর্ম সম্পাদক,আরমান,সহ সাংগঠনিক সম্পদক শরীফ,কোষাধ্যক্ষ নোমান হোসেন রাজু,প্রচার সম্পাদক, তৌফিক,সদস্য আব্দুর রহমান,হুমায়ন আহম্মেদ, আনোয়ার হোসেন,মহি উদ্দিন নিশাত প্রমুখ।সংগঠনের সাধারন সম্পাদক শরিয়ত উল্যাহ সোহেল জানান, আমরা সবসময়ই চেষ্টা করি সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে।তারই ধারাবাহিকতায় ৬০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রদান করি।আমরা যেন ভবিষ্যতে আরো সামাজিক কাজ করতে পারি সেজন্য সকলের দোয়া কামনা করছি।