রূপগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামী আজ গ্রেফতার

পারভেজ খান,রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামীকে আজ (১৫ ই মার্চ) গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা র ্যাব ।এর আগেনারায়ণগঞ্জে দুই শিশুকে ‘ধর্ষণের চেষ্টার’ অভিযোগে করা দুটি মামলা হয়েছিলো।
এর মধ্যে সিদ্ধিরগঞ্জের ঘটনায় আসামিকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।
রূপগঞ্জ উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শুক্রবার বিকালে শিশুটির বাবা রূপগঞ্জ থানায় মামলা করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন থানার ওসি লিয়াকত আলী।
পুলিশ বলেছে, মামলার আসামি ৫৫ বছর বয়সী ইব্রাহিমের বাড়ি সুনামগঞ্জে। তিনি রূপগঞ্জে একটি ভাড়া বাসায় থাকতেন।
অভিযোগের বরাতে ওসি লিয়াকত বলেন, ভুক্তভোগী শিশু একজন দিনমজুরের সন্তান। বৃহস্পতিবার দুপুরে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের সবজি বিক্রির দোকানে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন ইব্রাহিম।
শিশুটি তার মাকে ঘটনাটি জানায় এবং পরে স্থানীয় লোকজন জানতে পেরে আসামির বাসার সামনে রাতে বিক্ষোভ করেন।
পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আসামি পালিয়ে যান।
ওসি বলেন, শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছে।
সিদ্ধিরগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সেলিম মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন.
তিনি বলেন, সকালে শিশুটি আসামির চায়ের দোকানে চকলেট কিনতে গেলে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এই সময় শিশুটি চিৎকার করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে আসামি সেলিমকে মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।
সেলিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।