কলাপাড়ায় ঘরে ফাঁস দেওয়া অবস্থায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর কলাপাড়ায় মনিরা আক্তার (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মনিরা স্থানীয় নোমরহাট পি অ্যান্ড ডি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং চালিতাবুনিয়া গ্রামের সবুজ মোল্লার মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মনিরাকে বাড়িতে রেখে তার মা-বাবা পাশের গ্রামের নানা বাড়িতে যান। বিকেলে এক প্রতিবেশী তাদের বাড়িতে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মনিরার মরদেহ দেখতে পান। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, “এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। তদন্ত চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।”
এদিকে, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মনিরার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে এবং বিস্তারিত তদন্তের জন্য কাজ করছে।