সারাদেশ

সিরাজগঞ্জে প্রথম শ্রেণীর শিক্ষার্থী‌কে ধর্ষণের অভিযোগ-অভিযুক্ত ধর্ষক আটক

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জ পৌর শহরের রামগা‌তি মহল্লায় আট বছরের প্রথম শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
সোমবার (১৭ মার্চ) সকাল ১০ টার দি‌কে গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী ছাত্রীকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত মো. তাসসীব (১৭) কে আটক করে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
অভিযুক্ত হলেন, সিরাজগঞ্জ পৌর শহরের ১৩ নং ওয়ার্ড রামগাতি গ্রামের মো. সালাউদ্দিনের পুত্র মোঃ তাসসীব (১৭) সে পৌর শহরের কওমী জুট মিলস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
এ তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ওসি তদন্ত মাসুদ রানা তি‌নি বলেন, অভিযুক্ত মো. তাসসীব কে আটক করে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সকালে ওই ছাত্রী খেলা কর‌ছি‌লেন, এসময় প্রতিবেশী মো. সালাউদ্দিনের স্কুল পড়ুয়া ছাত্র মোঃ তাসসীব টয়লেটে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থীর চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আস‌লে অভিযুক্ত ধর্ষক পালিয়ে যায়।
এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীর পাশে থেকে সার্বিক হয় সহযোগিতা করার জন্য আস্বাস প্রদান করেছেন সিরাজগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবু হানিফ তালুকদার, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি ইমরান হাসান, সিরাজগঞ্জ সদর হাসপাতালের ছাত্র প্রতি‌নি‌ধি রাজিতা ভূঁইয়া।
এদি‌কে ছাত্রীর বাবা ব‌লেন, সুবিচারের জন্য থানায় মামলা দায়ের করা হবে এর জন‌্য সকল প্রস্তুতি চলছে।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগ থেকে জানা যায়, প্রাথমিকভাবে ধর্ষণের ধারণা পাওয়া গেছে। মেডিক্যাল রিপোর্ট আসলে বিস্তারিত জানানো যাবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,