সারাদেশ

চিরিরবন্দরে দোকানের বাকি পরিষধ না করায় আওয়ামী নেতাকে গণধোলাই।

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় আলম খাদ্য ভান্ডার থেকে গো খাদ্য বাকি নিয়ে টাকা পরিশোধ না করায় এক আওয়ামী লীগের নেতাকে দোকানদার ও স্থানীয়রা গণধোলাই দিয়েছেন।
গতমঙ্গলবার ১৮ মার্চ রাত ১০টার দিকে চিরিরবন্দর উপজেলা স্টেশন রোড হাসপাতাল মোড়ে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অনিমেষ রায়ের কাছে আলম খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী মোজ্জামেল হক আলমের কাছে প্রায় ১বছর আগে ২ হাজার ৬০০ টাকার গো খাদ্য বাকি নেয়। এর পর আর টাকা পরিষদ করেনি। আজ মঙ্গলবার রাত ৯ টার দিকে দোকানের সামনে আসলে তার কাছে পাওনা টাকা চায় দোকানদার। তখন ওই আওয়ামী লীগের নেতা বলে কিসের টাকা পাও বলে দোকানদারের গায়ে হাত তুলে। স্থানীয়রাসহ আশপাশের দোকানদারা তাকে ধরে গণধোলাই দেয়।
হামিদ বস্ত্রালয়ের স্বত্বাধিকারী বলেন, আমার দোকান থেকে সাবেক অর্থমন্ত্রীর প্রোগ্রামে কম্বল বিতরণের জন্য বাকিতে কম্বল নিয়ে টাকা পরিশোধ করেনি।
আলম খাদ্য ভান্ডারে স্বত্বাধিকারী মোজ্জামেল হক আলম বলেন, আওয়ামী লীগের নেতা অনিমেষ উকিল আমার কাছে গত ১ বছর আগে দোকান থেকে গো খাদ্য বাকি নিয়ে আর টাকা পরিষদ করে নাই। দোকানের সামনে দেখতে পেলাম তাই টাকা চাইলাম তখন আমাকে বলে কীসের টাকা পান বলে আমার কলার ধরে আমার গায়ে আঘাত করে।
দোকানদার ও স্থানীয়দের কাছে গণধোলাই খেয়ে এক সময় সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় ওই আওয়ামী লীগ নেতা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,