সারাদেশ

জামালপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে মিট উইথ ইন্টেলেকচুয়ালস এন্ড ইফতার মাহফিল 

ফারিয়াজ ফাহিম 
জামালপুর 

জামালপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা’র আয়োজনে মিট উইথ ইন্টেলেকচুয়ালস এন্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ(রবিবার) সরকারি আশেক মাহমুদ কলেজে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মিট উইথ ইন্টেলেকচুয়ালস এন্ড ইফতার মাহফিলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি আল আমিন রুহানি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ নাহিদ খান, সরকারি আশেক মাহমুদ কলেজের মোহাম্মদ রেজাউল করিম, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফজলে এলাহী মাকাম, সরকারি আশেক মাহমুদ কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল হাকিম, রসায়নবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মন্জুরুল ইসলাম, সহকারী অধ্যাপক আমানুল্লাহ মারুফ ইয়াসীন ইবনে মাসুদ, রাশেদুল ইসলাম স্যার, লিটন স্যার, মুফতি সালেহ আহমদ,জামিয়া আরাবিয়া মিনহাজুল উলুমের মুহ্তামিম মুফতি ইব্রাহিম হাবিব মাদানী সহ প্রমুখ।

ইফতার মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ইসলামী ছাত্র আন্দোলন এর কর্মপন্থা ও করনীয় নিয়ে আলোচনা করেন।

পরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে ইফতার আয়োজন সম্পূর্ণ হয়।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,