সারাদেশ

ফেনীর পরশুরামের ভারতীয় সীমান্তে নাইজেরিয়ান নাগরিক আটক।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর পরশুরামের ভারতীয় সীমান্তে নাইজেরিয়ান নাগরিক আটক।ফেনীর পরশুরামের বাউরপাথর সীমান্ত থেকে উয়াচু ইউজুুচুকু কালিসতুস(২৭) নামের এক নাইজেরিয়ান নাগরিকে আটক করেছে বিজিবি।বুধবার রাতে বাউর পাথর সীমান্ত এলাকার মীরপাড়া দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করাকালে নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।পরে বিজিবির একটি প্রতিনিধি দল উয়াচু ইউজুুচুকু কালিসতুস(২৭) নামক নাইজেরিয়ান ব্যক্তিকে ফেনীর পরশুরাম মডেল থানায় সোপর্দ করে।ফেনীর পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ আবদুল হাকিম নাইজেরিয়ায় ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্র জানায়,দীর্ঘদিন ধরে পরশুরামে বিশাল একটি সিন্ডিকেট চোরাই পথে বিভিন্ন সীমান্ত দিয়ে নাইজেরিয়ান নাগরিকদের বাংলাদেশ প্রবেশের সুযোগ করে দিচ্ছে।চোরাকারবারীরা তাদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময় বর্ডার ক্রস করতে সহায়তা করে থাকে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,