সারাদেশ

ফেনী ডিবির অভিযানে মোবাইলের ডিসপ্লে ও ওষুধ  উদ্ধার ১ জন আসামী গ্রেফতার।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
চলমান ডেভিল হান্ট অভিযান চলাকালে ফেনী জেলার পুলিশ সুপার,হাবিবুর রহমান এর সার্বক্ষণিক নির্দেশনায় অতিঃপুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস)নোবেল চাকমা সার্বিক তত্বাবধানে এবং ফেনী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র অফিসার-ইন-চার্জ,মর্ম সিংহ ত্রিপুরা এর প্রত্যক্ষ তদারকীতে ২৩ তারিখ রাত ১ টার সময় ফেনী জেলার গোয়েন্দা শাখা (ডিবি) এর বিশেষ ২ নং টীমের সদস্যগন এসআই শাহাবুদ্দিন,এসআই সাঈদ নুর,এএসআই সঞ্জয় কুমার নাথ,এএসআই সরোয়ার,কং/৭৮৯ মোশারফ গন ফেনী সদর থানাধীন বারাহীপুর হাজারী সড়কের প্রবেশ মুখে রুবেল ইলেকট্রিক দোকানের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া গেফতারকৃত আসামী১। মো:রিপন(২৯) এর হেফাজত হইতে মোবাইলের বিভিন্ন মডেল এর ডিসপ্লে মোট-৪০০ টি এবং ওষুধ human serum Albumin 1.p 20% ৫০টি সহ একটি নম্বরবিহীন সিএনজি উদ্ধার করা হয়।যাহার সর্বমোট মূল্য ১০,৪৫,৫০০/-(দশ লক্ষ পয়তাল্লিশ হাজার পাচশত) টাকা।এই সংক্রান্ত ফেনী সদর থানায় মামলা নং-৪৯, তাং-২৩/০৩/২০২৫,ধারা-বিশেষ ক্ষমতা আইন এর 25B(b) রুজু করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,