সারাদেশ

সিদ্ধিরগঞ্জে বৃহত্তর নোয়াখালী ইউনিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  

মোঃলিটন চৌধুরী নারায়ণগঞ্জ  প্রতিনিধি :
বৃহত্তর নোয়াখালী ইউনিটি নারায়ণগঞ্জের উদ্যোগে সোমবার ২৪মার্চ সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গ্রীন গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সংগঠনের সদস্যরা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় শ্রমিক দলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আবুল খায়ের খাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন,
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, হেফাজত ইসলামের  নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক  মাওলানা ফেরদৌস উর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন প্রমূখ।
প্রধান অতিথি হারুন অর রশিদ বলেন, বৃহত্তর নোয়াখালী ইউনিটির মাধ্যমে নারায়ণগঞ্জ বসবাসরত বৃহত্তর নোয়াখালীর জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আশা করি নারায়ণগঞ্জ বৃহত্তর নোয়াখালী ইউনিটি আগামীতে সফলভাবে পরিচালিত হবে। সবাই একে অন্যের বিপদে আপদে এগিয়ে আসবে। এই ইউনিটের আমি মঙ্গল কামনা করছি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বৃহত্তর নোয়াখালী একটি ঐতিহ্যবাহী জেলা। নারায়ণগঞ্জের সকল উন্নয়নের অংশীদার নোয়াখালীর বাসিন্দারা। এই সংগঠনটি আরো সুসংগঠিত হোক এটা আমরা প্রত্যাশা করি এবং যেকোনো বিষয়ে আমরা এ সংগঠনের পাশে থাকবো।
উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন, আবু সাঈদ শিপন, সাংবাদিক সাইফুল্লাহ মোঃ খালিদ রাসেল, মোঃ হারুন অর রশিদ, মোতালিব হীরা, মোঃ জুয়েল, সাংবাদিক সম্রাট আকবর, এড. খোরশেদ আলম, জিয়া উদ্দিন বিজয়, এড. হেলাল উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর আলম, মানবাধিকার কর্মকর্তা মোরশেদ আলম রানা,
লাউ চান, নুরুল আমিন শফিক, আমির হোসেন বাদশা প্রমূখ। এ সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি যাত্রা শুরু করে ২০২৫ সালে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,