খন্দকার শাকের আহামেদ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

মোঃ আমিনুল ইসলাম বকশীগঞ্জ, জামালপুর।।
জামালপুরের বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ ময়মনসিংহ রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। ২৩ মার্চ (রবিবার) ময়মনসিংহ রেঞ্জের ফেব্রুয়ারি-২০২৫ খিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদকে শ্রেষ্ঠ ওসি ঘোষণা করা হয়। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জনাব ড. মোঃ আশরাফুর রহমান মহোদয়ের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের ফেব্রুয়ারি-২০২৫ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের জেলাসমূহের মধ্যে ফেব্রুয়ারি-২০২৫ খ্রিঃ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার লাভ করেন খন্দকার শাকের আহমেদ। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ডা. মোঃ আশরাফুর রহমান এ সময় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহামদের হাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবুল কালাম আযাদ, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট ও অপারেশনস্) জনাব মোঃ আবু বকর সিদ্দিক, অধিনায়ক মুক্তাগাছা ০২ এপিবিএন জনাব মোঃ কুতুব উদ্দিন, অধিনায়ক র্যাব-১৪ জনাব মোঃ নয়মুল হাসান, ময়মনসিংহ রেঞ্জ অফিস ও রেঞ্জের আওতাধীন সকল জেলার সম্মানিত পুলিশ সুপারগণ। ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, পুরস্কার সব সময় ভালো কাজের উৎসাহ যোগায়। এ সময় তিনি সকল অফিসার ও ফোর্স যাদের অক্লান্ত পরিশ্রমে এই অর্জন তাদের সকলকে ধন্যবাদ জানান।