সারাদেশ

বন্যহাতি আক্রমণের প্রতিরোধে স্হায়ী সমাধানের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রামের আনেয়ারা -কর্ণফুলীতে বন্যহাতি আক্রমণের প্রতিরোধে স্হায়ী সমাধানের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করতেছেন আনোয়ারা -কর্ণফুলী জনসাধারণ
বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর ছয়টা থেকে কর্ণফুলী উপজেলার কেপিজেড দৌলতপুর স্কুল এলাকায় পিএবি সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে দেখা যায় বিক্ষোভকারীদের
এর আগে গত শনিবার (২২ মার্চ) হাতির আক্রমণে ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হলে ওইদিন ভোর থেকে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। যদিও দীর্ঘ ৬ ঘন্টা আন্দোলনের পর ৪ দিনের সময় নেয় প্রশাসন।
 কর্ণফুলীতে হাতির তান্ডব প্রসঙ্গে ৪ দিন অতিবাহিত হলেও কোনো সিদ্ধান্ত না আসায় ভোর থেকে আনোয়ারা -বাঁশখালী -কর্ণফুলী (পিএবি)সড়ক অবোধ করে বিক্ষোভ করছেন স্হানীয়রা,এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এই সময়  কেপিজেডের হাজার হাজার কর্মচারীসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন,  চাকরিজীবি ছাড়াও আটকা পড়েছে বিভিন্ন খাদ্য পণ্যের গাড়িও। এদিকে বিক্ষোভকারীদের দাবি হাতির বিষয়টি নিরসনের জন্য প্রশাসন (চার) ৪দিনের সময় নিয়েও তারা কোনো সুরাহা করতে না পারায় তারা আবারও আন্দোলনে নেমেছেন এবং হাতির বিষয়টির স্থায়ী কোনো সমাধান না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।
সর্বশেষ খবর পাওয়া আন্দোলনকারীরা কর্ণফুলীর দৌলতপুর স্কুল এলাকা এবং আনোয়ারা উপজেলার কয়েকটা জায়গায় সড়ক অবরোধ করতে দেখা যায় । এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম আকরাম বলেন, বন ও পরিবেশ উপদেষ্টা আমাদেরকে এসে কিংবা ফোনে আশ্বাস দিতে হবে কতদিনের মধ্যে হাতির বিষয়টি নিরসন করা যায়। তাহলেই আমরা আন্দোলন থেকে সড়ে দাঁড়াব। আর এইখানে কেপিজেড নীরব ভূমিকা পালন করে আসছে।
আন্দোলন চলাকালীন সময়ে সেনাবাহিনীর দুটি টিমকে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে দেখা যায়।
এ ব্যাপারে কেপিজেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান বলেন, এটি বৃহত্তর একটি শিল্প অঞ্চল। কেপিজেডে কখনো হাতি ছিল না। হাতি সরাতে আমরাও চাই এবং বনবিভাগকে একাধিকবার হাতি সরাতে চিঠি দিলেও তাদের হাতি সরাতে কোনো পদক্ষেপ নেননি। আর স্থানীয় লোকজন কি কারণে কেপিজেডকে প্রতিপক্ষ ভাবেন আমরা বুঝিনা। হাতি সরানোর জন্য কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমরা অবশ্যই পাশে থাকব।
কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) জামাল উদ্দিন চৌধুরী বলেন, হাতি নিরসনের বিষয়টি সম্পন্ন উপজেলা প্রশাসন ও বনবিভাগের। যদিও জনগণের ভোগান্তি না হয় সেজন্য আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,