সারাদেশ

বালিয়াডাঙ্গীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ মনিরুজ্জামান অনিক,বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের  বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী একালায় বাড়ির পাশে থাকা ডোবার পানিতে ডুবে নোমান আলী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৩ এপ্রিল ) সকালে  উপজেলার লাহিড়ী বাজার সংলগ্ন ছোট সিংগিয়া (লাহিড়ী ইকো সেন্টার সংলগ্ন) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নোমান আলী ছোট সিংগিয়া গ্রামের নজিব উদ্দিন ছেলে।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন শিশুটির পরিবারের লোকজন কাজে ব্যস্ত ছিল।  বাড়ির উঠানে শিশুটি খেলা করছিল। একসময় শিশুটি সবার অগোচরে বাড়ির পাশে টিনসেড ঘেড়া ফাকা করে ডোবার কাছে গেলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে শিশুটির মা তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করে ।

দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর এসময় বাড়ির উঠানের পাশে থাকা ছোট ডোবায় শিশুটিকে মৃত অবস্থায় ভাসতে দেখতে পান।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,