ফেনীর দাগনভূঁঞার ইউনোর সাথে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।

ফেনীর দাগনভূঁঞার ইউনোর সাথে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর জেলার দাগনভূঁঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা স.ম.আজিহারুল ইসলাম এর সাথে দাগনভূঁঞা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।এই সময় দাগনভূঁঞা জিরো পয়েন্টের যানজট,পৌরসভার জলাবদ্ধতা,খাল খনন,বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট,হাটবাজার উন্নয়ন ও মেরামত,জনকল্যাণমুখী নতুন প্রকল্প,আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,আশ্রয়ন প্রকল্পের নানা অনিয়ম সহ উপজেলা ও পৌরসভার সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।উক্ত মতবিনিময়ে ফেনী জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন,উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাসেম বাহাদুর, দাগনভূঁঞা পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির আহাম্মদ পেয়ার,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো,জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হাসানুজ্জামান শাহা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন সবুজ,জেলা যুবদলের সাবেক সদস্য পেয়ার আহমদ আকাশ,ফেনী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী জামসেদুর রহমান ফটিক সহ উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ডের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২