” শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা “

মো: ইফতেখার হাবীব( কুমারখালী-কুষ্টিয়া) প্রতিনিধি
কুমারখালীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সী কাদের বিশ্বাসের বাড়িঘর ভাংচুর করেছেন বিক্ষুব্ধ জনতা। শিলাইদহ ইউনিয়নের ছোট মাঝগ্রামে শনিবার ধর্ষণ চেষ্টার বিষয়টি জানাজানি হলে রোববার রাতে বিক্ষুব্ধ জনতা বাড়ি ভাংচুর করেন। অপরদিকে কাদের বিশ্বাসের স্ত্রী জানিয়েছেন ইতিপূর্বে তার স্বামী নারীর ঘরে গভীর রাতে ঢুকে ধরা পরে মারপিটের শিকার হন।
অভিযুক্ত ৬০ বছর বয়সী কাদের বিশ্বাস শিলাইদহ ইউনিয়নের ছোট মাঝগ্রামের মৃত সোনাপাতা বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান , শনিবার সকালে কাদের বিশ্বাসের স্ত্রী তাদের পার্শ্ববর্তী ৬ বছরের শিশুকে পেঁয়াজ কাটার কথা বলে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে যায়। কাটা শেষে শিশুটি পেঁয়াজ ঘরে রাখতে গেলে কাদের বিশ্বাস তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটি কান্না করলে কাদের বিশ্বাস কাউকে না বলার হুমকি দেয়। পরবর্তীতে বাড়িতে গিয়ে শিশুটি তার মাকে জানালে শিশুর মা জিজ্ঞেস করলে কাদের বিশ্বাস অস্বীকার করেন এবং কাউকে কিছু না জানানোর অনুরোধ করেন। ওই রাতেই কাদের বিশ্বাস বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানা যায় । ঘটনাটি এলাকায় জানাজানি হলে পরদিন রোববার রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী কাদের বিশ্বাসের বাড়ি হামলা চালিয়ে ভাঙচুর করে। কাদের বিশ্বাসের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অনেক অভিযোগ রয়েছে, ইতিপূর্বে বিভিন্ন অপকর্মের অভিযোগে কাদের বিশ্বাসের বিরুদ্ধে স্থানীয় শালীসী বৈঠক, জরিমানা ও মারপিটের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবী করেন। এ বিষয়ে শিশুর বাবা কুমারখালী থানায় এজাহার দিয়েছেন বলে জানা গেছে।
কাদের বিশ্বাসের স্ত্রী সাহিদা খাতুন জানান, তার স্বামী ইতিপূর্বে এক নারীর ঘরে গভীর রাতে ঢুকে এলাকাবাসীর হাতে ধরা পরে মারপিটের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার বিষয়ে এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।