সারাদেশ

কুমিল্লা তিতাসে বিদেশি অস্ত্রসহ একাধিক মামলা আসামি গ্রেফতার

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লাঃ কুমিল্লার তিতাস উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি মোঃ রিপন মিয়া (৪৮) গ্রেফতার হয়েছে।

সোমবার ( ৭ এপ্রিল) রাত ১১ টায় উপজেলার শাহপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার হওয়া মোঃ রিপন মিয়া তিতাস উপজেলার মন্তাজ বেপারীর ছেলে।

তিনি ডাকাতি ও চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামী বলে যৌথবাহিনী সূত্র জানায়।

তাকে উপজেলার শাহপুরের নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড পিস্তল এ্যামোঃ উদ্ধার করা হয়।

আটক হওয়া ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,