সারাদেশ

মেহেরপুরের গাংনীতে বিদেশি অস্ত্র ও গুলি সহ আটক ১

মেহেরপুর প্রতিনিধিঃ (কে ডি আনোয়ার হোসেন)

মেহেরপুর জেলার গাংনী উপজেলার লক্ষীনারায়নপুরের ধলা গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড তাজা গুলিসহ লালটু বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার ১১ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে গাংনীর লক্ষীনারায়নপুর ধলা গ্রামে এই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত লাল্টু বিশ্বাস একই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

যৌথ বাহিনীর অভিযান সূত্রে জানা যায়, লাল্টু বিশ্বাস নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি চৌকস দল লালটু বিশ্বাসের বাড়িতে  অভিযান পরিচালনা করেন। এই অভিযানে লালটু বিশ্বাসের বাড়িতে লুকিয়ে রাখা ৭.৬৫ মিমি সাইজের একটি বিদেশি পিস্তল (Made in USA), দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন রওশন ও লেফটেন্যান্ট মিনহাজ এবং গাংনী থানা পুলিশের একটি টিম। লাল্টু বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আটককৃত লালটুকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,