সারাদেশ

সৌমিত্র দেব টিটো আর নেই, স্মরণ ও শোক প্রকাশ 

রাজন হোসেন তৌফিকুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ
সৌমিত্র দেব টিটো, ছিলেন কবি, সাংবাদিক। মৌলভীবাজারের সন্তান। মনু নদের তীরঘেঁষে তাঁর জন্ম, বেড়ে ওঠা ও আত্মপ্রকাশ।
 জেলার সীমানা ছাড়িয়ে বাংলা সাহিত্যের একজন কর্মী হিসেবে তাঁর পরিচিতি আছে দেশজুড়ে। শিল্প-সাহিত্যের বিভিন্ন শাখা ছিল তাঁর প্রকাশের মাধ্যম। এই মানুষটি আর আমাদের মধ্যে নেই। তাঁর অকাল প্রয়াণ আমাদের শোকাভিভূত করেছে।
আমরা প্রিয়জন হারানোর বেদনা অনুভব করছি। আমরা মনে করি তাঁর অনুপস্থিতি যে শূন্যতা তৈরি করেছে, তা পূরণ হবার নয়। তবে তাঁর সৃষ্টি আরও বহুকাল আমাদের মানসসঙ্গী হয়ে থাকবে, আমাদের সমৃদ্ধ করবে। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তাঁর পরিবার, স্বজনের সাথে সহমর্মিতা প্রকাশ করছি।
 -সম্পাদক
 কবি ও সাংবাদিক সৌমিত্র দেব টিটো আর নেই কবি সৌমিত্র দেব টিটো দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর খিলক্ষেতের লেকসিটির বাসায় মারা গেছেন তিনি। তার স্ত্রী পলা দেব তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং