চৌগাছা পৌরসভার প্রশাসকের নিকট স্ট্রিট লাইট মেরামত-স্থাপন ও ন্যায ভ্যান ভাড়ার তালিকার জন্য এবি পার্টি দাবী উত্থাপন

মেহেদী হাসান শিপলু – স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)
আজ ১৬ই এপ্রিল বুধবার চৌগাছা উপজেলা এবি পার্টির প্রতিনিধিরা চৌগাছা পৌরসভার প্রশাসকের ( সহকারী কমিশনার, ভূমি) সাথে দেখা করে স্ট্রিট লাইট মেরামত-স্থাপন ও ন্যায ভ্যান ভাড়ার তালিকার তৈরির দাবী তুলে ধরেন যেখানে দাবী করা হয় যশোর জেলার চৌগাছা পৌরসভার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে স্ট্রিট লাইটগুলো নষ্ট হয়ে পড়ে আছে । কোথাও কোথাও স্ট্রিট লাইট না থাকার কারণে নাগরিকরা সন্ধ্যার পর চলাচলে দূর্ঘটনায় পড়ছে এবং অধিকাংশ স্কুল কলেজের সামনে স্ট্রিট লাইট না থাকায় মাদক সেবনের আশ্রয় স্থল হিসেবে গড়ে উঠেছে।
অন্যদিকে চৌগাছা পৌরসভায় বৈদ্যুতিক ব্যাটারি চালিত ভ্যান ও ইজিবাইকের সংখ্যা নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে। যত্রতত্র পার্কিং এর কারণে চৌগাছা পৌরসভার বাজারে নাগরিকদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে । নির্ধারিত ভাড়ার তালিকা না থাকা এবং পাশাপাশি যাতায়াতের জন্য বিকল্প পরিবহন সুবিধা না থাকায় নাগরিকরা বাধ্য হয়ে উচ্চহারে ভাড়া পরিশোধ করতে বাধ্য হচ্ছে ।
এসময় এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন ২০০৪ সালে পৌরসভার গঠিত হলেও এত বছর পরেও কোন মেয়র বা প্রশাসক নির্দিষ্ট কোন ভাড়ার তালিকা প্রণয়ন করতে পারেনি যা অত্যন্ত দুঃখজনক। এজন্য আমরা এবি পার্টির পক্ষ থেকে জনগণের এই কষ্ট লাঘবের জন্য ন্যায ভাড়ার তালিকা প্রণয়ন ও স্ট্রিট লাইট স্থাপন এবং মেরামতের দাবীতে পৌরসভার প্রশাসনের নিকট দাবী তুলে ধরেছি । এসময় সাথে ছিলেন চৌগাছা উপজেলার এবি পার্টির সংগঠক ও ঢাকা ক্যানভাসের সাংবাদিক মেহেদী হাসান শিপলু ।
এসময় পৌর প্রশাসক বলেন আমাদের কাছে পৌরসভার মধ্যে সুনির্দিষ্ট অভিযোগ আসলে আমরা লাইট মেরামত করে দিয়ে থাকি । এসময় পৌরসভার প্রশাসন থেকে ০১৭১০৮৩০০৪৬ উক্ত নাম্বারে স্ট্রিট লাইট মেরামতের জন্য নাগরিকদেরকে জানানোর অনুরোধ করেন ।