সারাদেশ

কুমিল্লায় ছয় দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লাঃ- ছয় দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা জেলার সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

রবিবার (২০ এপ্রিল) সকালে কুমিল্লা জেলার সকল সরকারি বেসরকারি পলিটেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

শুরুতেই পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পুরো ক্যানভাস প্রদক্ষিণ করে পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলনের মাত্রা আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে কুমিল্লা জেলার সকল সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,