শিক্ষাঙ্গন

ইবি’র গাইবান্ধা জেলা কল্যাণের নেতৃত্বে রুহুল আমিন ও গোলাম হক্কানী

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. গোলাম হক্কানী মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) সদ্য সাবেক সভাপতি নিশান ও উপদেষ্টামণ্ডলীর সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শিপন মিয়া ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

৫৬ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আশিকুর রহমান, মোর্শেদ মামুন, সামিউল উদয়, মনোয়ার হোসেন, অন্তরা আনজুম দীপ্তি, মো. আতিকুর রহমান, মো. খুশু মিয়া, মো. জুয়েল মিয়া, মারুফা দিশা, মো. হাকিমুজ্জামান, বিথী আখতার, মো. রিফাত আল ফেরদৌস, আবেদীন ফরহাদ ও মোস্তফা বিন আলম শরীফ।

যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ফরহাদ, হাফিজুর রহমান, রেহেনুল ইসলাম চমক, মোছা. আরমিন আক্তার, সামিয়া জামান ও শাহনাজ সাথী।

সাংগঠনিক সম্পাদক সোহান ইসলাম, মো. মিজানুর রহমান, মো. আসাদুল ইসলাম, ফিরোজ মাহমুদ রাফি, ফারজানা ইয়াসমিন নিশা, আব্দুল্লাহ আল মামুন, মো. মাজহারুল ইসলাম, মোঃ সাব্বির হোসেন আবেগ, এইচ এম রাশীদ বিন বায়জীদ রাফি ও মো. নিয়ামুল হাসান মনন, অর্থ সম্পাদক হাফেজ ইদ্রিস আলী, উপ অর্থ সম্পাদক মোঃ আবু সাঈদ ইসলাম, দপ্তর সম্পাদক আমির হামজা, উপ দপ্তর সম্পাদক মোঃ সাকিব আল হাসান ও সোহানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মো. জেনিস মাহমুদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইফতেকার মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাসকরুল্লাহ আল মাশকূর, ছাত্রী বিষয়ক সম্পাদক মোছা: রিফা তাসফিয়া, উপ ছাত্রী বিষয়ক সম্পাদক মোছা. শাহাজাদী ইয়াসমিন মহসিনা, প্রচার সম্পাদক মো. শাকিব আল হাসান, সাংস্কৃতিক সম্পাদক মো. সাগর প্রামানিক, ক্রীড়া সম্পাদক রায়হান ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. জুবায়ের আল মাহমুদ সাকিব, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল মিয়া, মোছা. আয়েশা সিদ্দিকা (এলএলএম ২০২২-২৩) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোছা. মরিয়ম আক্তার, মো. হুমায়ুন আহমেদ, শাকিল মিয়া, মো. খালিদ সাইফুল্লাহ তাওফিক, মো. হুমায়ুন কবির, মো. কিরণ মিয়া, এ.বি.এম তারিক মিল্লাত ও মো. আহসান হাবীব।

সভাপতি মো. রুহুল আমিন বলেন, “গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। ভর্তি পরীক্ষায় গাইবান্ধা থেকে আগত শিক্ষার্থীদের তথ্য, আবাসনসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে। এছাড়া নিজেদের মধ্যে পারস্পরিক ভাতৃত্ব বৃদ্ধিতে খেলাধুলা, চড়ুইভাতি, অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা এবং জেলায় প্রাকৃতিক দুর্যোগের সময় ফান্ড কালেকশন করে দরিদ্রদের সহযোগিতা সহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করে থাকে। সংগঠনকে গতিশীল করা এবং গাইবান্ধা থেকে প্রায় ২০০ কি.মি. দূরে এসে সবাই একসাথে পরিবার হিসেবে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে একে অপরকে সহযোগিতা করার লক্ষ্যে কাজ করে যাব।”

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর