সারাদেশ

চাঁদপুরে খাঁটি গরুর দুধ বিক্রির নামে অসাধু ব্যবসায়ীদের প্রতারণা

মোঃ রাজন পাটওয়ারী, চাঁদপুর :
চাঁদপুর শহরের মিশন রোডে কথিত খাঁটি গরুর দুধের ভোক্তাদের সাথে অভিনবভাবে প্রতারণা করছে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী। এমন অভিযোগের ভিত্তিতে ২০ নভেম্বর বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। ‌

তাদের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযানে দেখা যায়, অর্থলোভী একশ্রেণীর অসাধু ব্যবসায়ী খাঁটি গরুর দুধের নামে অত্যাধুনিক মেশিনের সাহায্যে নির্ণয় -পানি মিশ্রিত দুধ বিক্রি করছে।

ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে এমন অভিনব প্রতারণার দায়ে ২জন দুধ ব্যবসায়ীকে ৫ হাজার জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক নূর হোসেন। অভিযানে সহযোগিতায় ছিল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং জেলা পুলিশের একটি চৌকশ টিম।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,