সারাদেশ

দৈনিক জামালপুর বার্তার সম্পাদক রিয়াদকে প্রাণনাশের হুমকি

প্রতিনিধি
জামালপুর

অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জামালপুর বার্তার সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হাসান রিয়াদকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান পূর্ণ ও তার সহযোগীরা প্রাণনাশের হুমকি দিয়েছে।

সোমবার রাতে ফোনে এই হুমকিসহ রিয়াদের পরিবারের ক্ষতি সাধনের হুমকি দিয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান পূর্ণ ও তার সহযোগী আহসানের বিরুদ্ধে জামালপুর সদর থানায় জিডি করেছেন।

নিষিদ্ধ ঘোষিত জামালপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান পূর্ণর বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে। সেই ধর্ষণের ঘটনার অভিযোগের সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে ছাত্রলীগনেতা মাহমুদুল হাসান পূর্ণর প্রতিনিধি হিসেবে আহসান নামে এক ব্যক্তি ফোনে জামালপুর বার্তার সম্পাদক মাহমুদুল হাসান রিয়াদকে প্রাণনাশসহ তার পরিবারের ক্ষতি সাধনের হুমকি দেন। এতে মাহমুদুল হাসান রিয়াদ ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সম্পাদক মাহমুদ হাসান রিয়াদ বলেন, আমাকে প্রাণনাশের হুমকির বিষয়ে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো. আতিক গণমাধ্যমকে বলেন, সম্পাদক মাহমুদুল হাসান রিয়াদকে হুমকির বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তে সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে আইনি ব্যবস্থা নেয়া হবে।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,