সারাদেশ

পাবনার ভাঙ্গুড়ায় মাদকসহ ব্যবসায়ী আটক

 

সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় থানা পুলিশ মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করে কোর্টে সোপর্দ করেছে। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৭ টায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের দক্ষিণ মেন্দা কুমড়া ডাঙ্গার ভাড়াবাসা থেকে (কে.এম হানিফ বাবলুর বাসা কমপ্লেক্স) থেকে চৌবাড়িয়া দক্ষিণ পাড়ার শামসুল আলমের পুত্র ও মাদক ব্যবসায়ী তানভীর আহমেদ শিমুল (২৬) কে আটক করে এবং এ সময় পলাশ হোসেন (৩৫) নামের অপর মাদক ব্যবসায়ী পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘটনাস্থল থেকে পলায়ন করে।

পুলিশ দেহ তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা ও ৭ পিস ইয়াবা জব্দ করে। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপরাধীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,