পাবনার ভাঙ্গুড়ায় মাদকসহ ব্যবসায়ী আটক

সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার (পাবনা)
পাবনার ভাঙ্গুড়ায় থানা পুলিশ মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করে কোর্টে সোপর্দ করেছে। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৭ টায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের দক্ষিণ মেন্দা কুমড়া ডাঙ্গার ভাড়াবাসা থেকে (কে.এম হানিফ বাবলুর বাসা কমপ্লেক্স) থেকে চৌবাড়িয়া দক্ষিণ পাড়ার শামসুল আলমের পুত্র ও মাদক ব্যবসায়ী তানভীর আহমেদ শিমুল (২৬) কে আটক করে এবং এ সময় পলাশ হোসেন (৩৫) নামের অপর মাদক ব্যবসায়ী পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘটনাস্থল থেকে পলায়ন করে।
পুলিশ দেহ তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা ও ৭ পিস ইয়াবা জব্দ করে। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপরাধীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীকে কোর্টে সোপর্দ করা হয়েছে।