সারাদেশ

পাবনায় ২টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

 

সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার (পাবনা)

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগানসহ মোঃ বিপুল হোসেন (৫০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার (২ মে) দিবাগত রাত দেড়টার দিকে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের টিকরী দক্ষিনপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বিপুল হোসেন ওই এলাকার মৃত আবু জাফরের ছেলে।পুলিশ সূত্র জানায়, পাবনার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি এসআই অসিত কুমার বসাক এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গোপন তথ্যের ভিত্তিতে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের টিকরী দক্ষিনপাড়া গ্রাম থেকে বিপুল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার বাড়ির একটি ঘরে তল্লাশী চালিয়ে দুইটি ওয়ান শুটারগান জব্দ করা হয়।

পরে অস্ত্র ব্যবসায়ী বিপুল হোসেনকে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পাবনা সদর থানায় প্রেরণ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,