বোরহানউদ্দিনে তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন করায়- ১ লাখ টাকা জরিমানা

রিয়াজ ফরাজি
বোরহানউদ্দিনে তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোল প্রতিরোধে
জেলা প্রশাসনের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ ।
সোমবার (০৫ মে ২০২৫) বিকাল ৫ টার দিকে তেতুলিয়া নদী হতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার বালু উত্তোলন করে পাশ্ববর্তী অন্য উপজেলায় পালিয়ে গেলেও ড্রেজার থেকে উত্তোলিত অবৈধ বালু বলগেট করে বোরহানউদ্দিন অংশে বিপণনের উদ্দেশ্যে পরিবহন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় একজনকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা ও অনাদায়ে ০৩ (তিন) মাসের কারাদন্ড প্রদান করা হয়।
স্হানীয় সচেতন মহল এই ধরনের অভিযানকে সাধুবাদ জানান- তারা আরও জানান, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বোরহানউদ্দিনে যোগদানের পর থেকে সব সময় জনস্বার্থে কাজ করে আসছেন। তাদের কাজে আমরা খুশি, তবে নিয়মিত অভিযান অব্যাহত না থাকলে তেতুলিয়া নদীর পরিস্থিতি দিন দিন ভয়াবহ অবস্থায় পরিনিত হতো। আমরা বোরহানউদ্দিন বাসী অতীতের তুলনায় বর্তমানে ভালো সেবা পাচ্ছি। বিশেষ করে ভূমি সেক্টরে।
বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন- জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।