সারাদেশ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের নতুন কমিটি নির্বাচিত

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন “পিসিআইইউ মিডিয়া ক্লাব”-এর দ্বিতীয় কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ মে ২০২৫) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ নির্বাচনে ৯৩ জন ভোটার অংশগ্রহণ করেন।
নির্বাচিত নেতৃত্ব:
– সভাপতি:রবিন দাশ গুপ্ত (২৭তম ব্যাচ, ৪৭ ভোট)
-সাধারণ সম্পাদক: প্রান্ত চৌধুরী (২৭তম ব্যাচ, ৪৪ ভোট)
মোট ৮ জন প্রার্থী সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নবনির্বাচিত সভাপতি রবিন দাশ গুপ্ত  বর্তমানে নিউজনাউ টোয়েন্টিফোর এর চট্টগ্রাম ব্যুরোতে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।
নির্বাচন কমিশন ও উপস্থিতি:
– প্রধান নির্বাচন কমিশনার: অধ্যাপক মাঈনুল হাসান চৌধুরী (মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন)
-প্রিজাইডিং অফিসার:
আতাউস সামাদ রাজু (ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক)  জুয়েল দাশ (সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক)
এ সময় মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা ও বিভাগীয় চেয়ারম্যান দিলরুবা আক্তার, উপদেষ্টা  প্রশান্ত কুমার শীল, আকিব-উল-ওয়াদুদ আলম, এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশেদ খান মিলন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোটার উপস্থিতি
মোট নিবন্ধিত ভোটার ১০২ জনবএর মধ্যে ৯৩ জনভোট প্রদান করেন, যার হার ৯১.১৮%। বিকেল ৫টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
এই নির্বাচনের মাধ্যমে মিডিয়া ক্লাবের নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের গণমাধ্যম-সংক্রান্ত কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,