সারাদেশ

সড়কের পাশে ৮৪ প্যাকেট মাংস, এক নজর দেখতে স্থানীয়দের ভিড়

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ৮৪ প্যাকেট মাংস উদ্ধার করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য ভিড় করেন স্থানীয়রা।
আজ (বৃহস্পতিবার, ৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিষ্ণপুর গ্রামের ব্রিজের পাশে রাস্তা থেকে এসব মাংস উদ্ধার করা হয়। তবে মাংসগুলো কীসের, তা এখনো জানা সম্ভব হয়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার বদলগাছী-আক্কেলপুর সড়কের বিষ্ণপুর গ্রামের ব্রিজের পাশে মাংসের প্যাকেট পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। স্থানীয়রা দেখে থানা পুলিশে সংবাদ দেয়। মাংসগুলো প্যাকেট অবস্থায় ছিল। তবে কীসের মাংস, তা এখনো বলা যাচ্ছে না।
বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে প্যাকেটে কীসের মাংস, তা বলা সম্ভব না। পরীক্ষার পর বলা যাবে।’

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,