ছাত্রদল আহ্বায়কের জন্মদিনে শাখা ছাত্রশিবির সভাপতির শুভেচ্ছা

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সভাপতি মো. মাহমুদুল হাসান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার আহ্বায়ক সাহেদ আহমেদকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন।
শনিবার (১০ মে) একটি ফেসবুক পোস্টে মাহমুদুল হাসান লিখেন—
“প্রিয় শাহেদ ভাই,
জন্মদিনের এই বিশেষ ক্ষণে আপনার জন্য আন্তরিক দোয়া ও শুভ কামনা। আপনার সং ও সঠিক নেতৃত্বে ইবি ছাত্রদল শিক্ষার্থীদের ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে, এই প্রত্যাশায়..।
আপনার সুস্থতা, সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।”
এই পোস্টের সঙ্গে একটি পাসপোর্ট সাইজের ছবি যুক্ত ছিল, এবং এটি ইতোমধ্যেই শতাধিক প্রতিক্রিয়া পেয়েছে। অনেকের মতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররাজনীতির ভিন্নমতের মধ্যেও এই ধরনের সৌহার্দ্যপূর্ণ বার্তা শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় রাজনীতিতে এমন সৌজন্যমূলক উদ্যোগ ভিন্ন মতাদর্শের মধ্যেও সহনশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রাখার দৃষ্টান্ত স্থাপন করে বলে মনে করছেন অনেকে।