শিক্ষাঙ্গন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ ডি ‘ ইউনিটের ভর্তি পরীক্ষা

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

রবিবার (১১ মে) বেলা ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয়। এর আগে সকাল ১০টা থেকে ভর্তিচ্ছুরা কেন্দ্রে প্রবেশ শুরু করেন। এ দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে অংশগ্রহণ করছে ২ হাজার ২৪ জন পরীক্ষার্থী।

ভর্তিচ্ছুদেরকে প্রধান ফটকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হয়। পুরো পরীক্ষার বিষয়াদি মনিটরিং করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের ২ টি একাডেমিক ভবনে ( রবীন্দ্র-নজরুল কলা ভবন, অনুষদ ভবন ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান, “পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি । আশা করছি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আশা করি কোনো সমস্যা হবে না।”

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর