সারাদেশ

জামালপুরে “দুর্নীতির বিরুদ্ধে জামালপুর” নামে সংগঠনের আত্মপ্রকাশ

ফারিয়াজ ফাহিম
জামালপুর

জামালপুরে “দুর্নীতির বিরুদ্ধে জামালপুর” (একটি অরাজনৈতিক ও সর্বজনীন সামাজিক আন্দোলন) নামে সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

আজ (মঙ্গলবার) শহরের ফৌজদারি মোড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই আত্মপ্রকাশ করা হয়।

আত্মপ্রকাশের শুরুতে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা দুর্নীতি বিরোধী বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন।

এ সময় বক্তব্য রাখেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা নুরনবী ইসলাম নুর,শাকিল হাসান,ইহসান হাবীব রাহাত,রাকিবুল ইসলাম সহ প্রমুখ।

সংক্ষিপ্ত মানববন্ধন শেষে, অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর “দুর্নীতির বিরুদ্ধে জামালপুর” এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,