সারাদেশ

শ্যামনগরে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শামীমা খাতুন(২৪) নামে এক গৃহবধুর ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭মে) রাত ৮টার দিকে উপজেলার সদরের কাঁচড়াহাটি গ্রামে তার পিতার বাস ঘরের আড়ার সাথে ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

সাত মাসের অন্তঃসত্বা শামীমা শ্যামনগরের কৈখালী গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী। পাঁচ দিন পূর্বে স্বামীর সাথে পিত্রালয়ে বেড়াতে আসেন। সংবাদ পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের ভাই ও স্বজনরা জানান বিকালে তার ভগ্নিপতি বাড়ীর বাইরে ঘুরতে যান। সন্ধ্যায় ঘরে কেউ না থাকার সুযোগে শোবার ঘরে আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেন। এর পর ঝুলন্ত দেহ নামিয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের ময়না তদন্ত না করার জন্য থানা পুলিশের কাছে আবেদন করেছেন মৃতের পরিবারের পক্ষ থেকে।

শামীমার স্বামী বিপ্লব বলেন তার স্ত্রীর মানসিক রোগের চিকিৎসা চলছিল।
বিকালে তাকে এক প্রকার জোর পূর্বক বাসার বাইরে পাঠিয়ে এমন কাজ করেছে বলে জানান।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা বলেন আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,