দেবীগঞ্জে বেইলী ব্রীজ নির্মানের পরে সেতুর কাজ শুরু করার দাবিতে মানববন্ধন

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
যথাযথ বিকল্প সড়ক ও বেইলী ব্রীজ ছাড়াই পামুলী ভুল্লীপাড়া লোহার ব্রীজ ভেঙে জনদূর্ভোগ সৃষ্টির প্রতিবাদে ও বেইলী ব্রীজ করার পর সেতুর কাজ শুরু করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের লক্ষীরহাট এলাকার ভুল্লীপাড়ার লোহার ব্রীজের সাথে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। যথাযথ বিকল্প সড়ক ও বেইলী ব্রীজ ছাড়াই পামুলী ভুল্লীপাড়া এলাকায় লোহার ব্রীজ ভেঙে জনদূর্ভোগ সৃষ্টির প্রতিবাদে ২২ মে বৃহস্পতিবার দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দেবীগঞ্জ উপজেলার পামুলী, দন্ডপাল, খোচাবাড়ি, লক্ষিরহাট, দেবীডুবা এলাকার ভুক্তভোগী জনগন এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপী, পামুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার প্রধান, পামুলী ইউনিয়ন
জামায়াতে ইসলামীর সভাপতি মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বক্তব্য দেন।
মানববন্ধন কর্মসূচিতে দেবীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাদেরী কিবরিয়া রানা, দেবীগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক আশরাফুল আলম সোহেলসহ এলাকার প্রায় ৪ শতাধিক লোক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট থেকে কালীগঞ্জ, খোচাবাড়ি, শান্তিরহাট সড়ক দিয়ে ওই এলাকার লোকজন বিভিন্ন হাট বাজারে তাদের মালামাল নিয়ে যাতায়াত করে।
এ সড়কের ভুল্লীপাড়া লোহার ব্রীজ ভেঙে নতুন ব্রীজ নির্মান করার কাজ শুরু হয়। ব্রীজটি নির্মান করার আগে সেখানে বিকল্প সংযোগ সড়ক নির্মান করা হয়নি। বর্ষার মৌসুমে সেখানে বেইলী ব্রীজ নির্মান না করে মাটি দিয়ে রাস্তা নির্মান করেন ঠিকাদারী প্রতিষ্টান। বর্ষা মৌসুমে বেইলী ব্রীজ নির্মান না করায় যে কোন সময় রাস্তাটি ধসে যেতে পারে। বক্তারা আরও বলেন, সংযোগ সড়কটি নিচু ও ভারী বর্ষন হওয়ার কারনে ভারী মালামাল নিয়ে বড় ধরনের যানবাহন চলাচল করতে পারছেনা। এলাকাবাসী আগামী ৭ দিনের মধ্যে বেইলী ব্রীজ নির্মান করার দাবি জানান। সাত দিনের মধ্যে বেইলী ব্রীজ নির্মান করা না হলে স্থানীয়রা বৃহত্তর আন্দোলনের ঘোষনা করেন।
পঞ্চগড়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান জানান, আমরা ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে কথা বলছি। তারা সেখানে কাঠের ব্রীজ নির্মান করে দিবে। কিন্তু এলাকাবাসীর দাবি সেখানে একটি বেইলী ব্রীজ নির্মান করার। বেইলী ব্রীজ নির্মানের কথা উল্লেখ নেই। তাছাড়াও বেইলী ব্রীজ নির্মান করতে অনেক ব্যয়বহুল খরচ। আপাতত ব্রীজের কাজ চলমান থাকা অবস্থায় ১ মাস ভারী যানবাহন চলাচল করতে পারবে না। তাদেরকে একটু ঘুরে চলাচল করতে হবে।
উল্লেখ্য, বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ভুল্লী নদীর উপর ৪কোটি ১২ লাখ ৩৭ হাজার ২৪৪ টাকা ব্যায়ে ৫০ মিটার দৈর্ঘ্য এ সেতুটি নির্মান কাজ শুরু করে বরেন্দ্র কনসট্রাকশন। পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এ সেতুটির বাস্তবায়ন করছে।