পলাশবাড়ীতে তালিকায় নাম থাকলেও কৃষি প্রণোদনার সার ও বীজ পাননি প্রান্তিক কৃষকরা

উল্লেখ্য গত ৯ এপ্রিল বুধবার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ (উপশী জাত) ফলনের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জন প্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ২০০ জন প্রান্তিক পাট চাষির মধ্যে জন প্রতি ১ কেজি বীজ,ডিএপি ৫ কেজি ও এমওপি ৫ কেজি করে সার বিতরণের কর্মসূচী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলেও পরবর্তীতে তালিকা অনুযায়ী অনেক প্রান্তিক কৃষকরা পাননি প্রণোদনার সার ও বীজ, এছাড়াও অভিযোগ আছে একই পরিবারের একাধিক ব্যক্তি ও অযোগ্য ব্যক্তিরা তালিকাভুক্ত হয়ে প্রণোদনা নিচ্ছেন, ফলে প্রকৃত কৃষকরা বাদ পরে যাচ্ছেন। তালিকায় নাম থেকেও প্রণোদনা না পাওয়া ভুক্তভোগী ২ নং হোসেনপুরের প্রকৃত কৃষক রাজা মিয়া ক্ষোভ প্রকাশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন তদন্ত সাপেক্ষে অনিয়মের সঙ্গে জড়িত সকল কর্মকর্তা ও কর্মচারীদের কে জবাবদিহিতার আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক। এ ব্যপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ ফাতেমা কাওসার মিশুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।