সারাদেশ

লালমনিরহাট সীমান্তে ভারতের পুশ-ইন, নারী শিশুসহ আটক ২০

আবু হাসান( আকাশ), লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অন্তত দুটি সীমান্ত দিয়ে নারী শিশুসহ  ২০ জনকে পুশ-ইন করেছে ভারতীয় জাওয়ান বিএসএফ।
গতকাল বুধবার (২১মে) রাতে বিজিবি ও স্থানীয়রা পুশইনের শিকার নারী, শিশুসহ ২০ জনকে আটকের পর পাটগ্রাম থানায় দিয়েছে। আটককৃতদের মধ্যে ১১ নারী, ৭ টি শিশু ও ২ জন পুরুষ রয়েছেন।
আটকৃতরা নিজেদের বাংলাদেশি দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি খুলনা, নড়াইল ও যশোর জেলায়।
বিজিবি জানিয়েছে, গত রাতে বিএসএফ ও ভারতীয় পুলিশ পাটগ্রামের গাটিয়ার ভিটা ও ঝালাঙ্গি সীমান্ত দিয়ে পুশইন করে ওই ২০জনকে। পরে বিজিবি ও স্থানীয়রা তাদের আটক করে।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান বলেন, বিজিবি ও স্থানীয়রা এ পর্যন্ত আমাদের কাছে ২০ জনকে হস্তান্তর করেছে। আমরা তাদের পরিচয় জানার চেষ্টা করছি এবং আইনি প্রক্রিয়া চলমান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,