ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন-সিজন ২২ উপলক্ষ্যে আবদুল্লাহ এন্টারপ্রাইজ’র বর্ণাঢ্য আয়োজন

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়ার রঘুনাথপুরে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।
গত বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) সকালে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রঘুনাথপুর বাজারে ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স আবদুল্লাহ এন্টারপ্রাইজের আয়োজনে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর প্রচার-প্রচারণা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় কর্মসূচির অংশ হিসেবে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, বিশাল র্যালি, টি শার্ট বিতরণ, লিফলেট বিতরণ কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি,খাবার বিতরণ কর্মসূচি, ছেলেদের ফুটবল খেলা, মেয়েদের চেয়ার খেলার আয়োজন করা হয়।
প্রায় ৫ শতাধিক লোকবল নিয়ে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। ব্যান্ড পার্টির তালে তালে উক্ত র্যালীতে উৎসুক জনতা আনন্দচিত্তে অংশগ্রহণ করেন।
র্যালী শেষে মেয়েদের মনোমুগ্ধকর চেয়ার খেলা এবং সমস্ত মাঠ ‘উই লাভ ওয়ালটন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
উক্ত আয়োজনে কোম্পানীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক বিভাগের ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ মশিউর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ রুহুল আমিন, অতিরিক্ত রিজিওনাল সেলস ম্যানেজার সাব্বির হাসান সৌরভ এবং এসি মার্কেট মনিটর মোঃ লুৎফর রহমান।