সারাদেশ

আলিনগরে বিএনপি’র নেতার কাছে ইউনিয়ন প্রশাসক লাঞ্ছিত, রাতের আঁধারে পরিষদে তালা

ভোলা প্রতিনিধি
ভোলা সদর উপজেলার আলিনগর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ প্রশাসক) কে লাঞ্ছিত ও ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আলিনগর ইউনিয়ন বিএনপি’র  সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন সাজির বিরুদ্ধে।
মঙ্গলবার(২০ মে )বিকেল ৫টার দিকে  আলিনগর  ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসকের কক্ষে লাঞ্ছিতর ঘটনা ঘটে।
প্রশাসককে অসুলভ আচরণ ও পরিষদে তালা ঝুলানো নিয়ে বুধবার ইউনিয়ন পরিষদের সামনে মাইনুদ্দিন সাজি কে বহিষ্কার ও বিচারের দাবিতে  বিক্ষোভ করে সাধারণ জনগণ।
এ বিষয় তুষার কান্তি দে (ভারপ্রাপ্ত প্রশাসক) বলেন, গতকাল বিকেলে ভিজিএফ ও ভিজিডি কার্ড বিতরণের জন্য আমি সকল রাজনৈতিক দলকে পরিষদে ডাকি এবং তাদের সাথে আলোচনা শেষে কার্ড বুঝিয়ে দেই। কিছুক্ষণ পর বিএনপির এক নেতা মাইনুদ্দিন সাজি ও তার কিছু কর্মী আমাকে বলে ভিজিএফ ও ভিজিডি এর কার্ড তাদের সংগঠন অনুসারে দেওয়ার জন্য। আমি তাকে বলেছি আমি তো আপনাদের দলের কেউ না, আপনি আপনার দলীয় নেতাদের সাথে যোগাযোগ করেন।  তিনি সেটা না করে আমার সাথে বিভিন্ন ভাবে কথা কাটাকাটি করে এবং আমাকে অসুলভ আচরণ করেন এমনকি আমাকে মারার জন্য তেড়ে আসে এবং আমি সকালে জানতে পারি কে বা কাহারা ইউনিয়ন পরিষদে  তালা ঝুলিয়ে দেয় আমি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার কে বিষয়গুলো অবগত করি পরবর্তীতে তালা ভেঙ্গে অফিসে কার্যক্রম শুরু করি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে  আলিনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত প্রশাসক ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন সাজি তার কিছু কর্মী নিয়ে পরিষদে এসে প্রশাসকের সাথে ভিজিএফ ও ভিজিডি কার্ড নিয়ে কথা কাটাকাটি হয় ও মইনুদ্দিন সাজি ও তার  কর্মীরা প্রশাসককে বিভিন্নভাবে হুমকি দেয়। রাতের আধারে পরিষদে তালা লাগিয়ে দেয়, প্রশাসককে হুমকি ও পরিষদে তালা নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তদন্ত সাপেক্ষে সঠিক বিচার চাচ্ছে স্থানীয়রা
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই জানান, মঙ্গলবার বিকেলে ভিজিএফ ও ভিজিডি কার্ড নিয়ে মাইনুদ্দিন সাজি ও তার দলবল নিয়ে পরিষদে এসে প্রশাসক কে হামলার চেষ্টা করে এবং আমি সমাধান করার চেষ্টা করলে আমার উপরেও তারা তেরে আসে , প্রশাসককে পরিষদে না আসার হুমকি দেওয়া হয় এবং রাতে তালা ঝুলিয়ে দেয় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের বিচার দাবি করছি। পরিষদে এসে এ ধরনের আচরণ খুবই দুঃখজনক।
এ বিষয়ে মাইনুদ্দিন সাজি (বিএনপি’র সাংগঠনিক সম্পাদক) দাবি করেন তিনি প্রশাসকের সাথে এমন কোন আচরণ করেন নাই এবং পরিষদে তালা লাগানোর বিষয় তিনি জানেন না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন: গতকাল আলিনগর ইউনিয়নে দায়িত্বে থাকা প্রশাসকে  ভিজিএফ ও ভিজিডি কার্ড বিতরণ নিয়ে কিছু দুষ্কৃতিকারীরা  আক্রমণাক্ত হয় এ বিষয়ে আমরা তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আলিনগর ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে কে বা কাহারা তালা ঝুলিয়ে দেয় এ বিষয়ে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,