মহেশপুরে সন্ত্রাসীদের আটককের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

ঝিনাইদহ থেকে মোঃ আজাদঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবার নুরোতলা মোড়ে দৈনিক দিনকালের মহেশপুর প্রতিনিধি সাংবাদিক ওবাইদুল হককে পিটিয়ে আহত করার ঘটনায় রোবিবার বিকালে থানার সামনে সন্ত্রাসীদের আটকের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন বাঁশবাড়ীয়া ইউনিয়নের বিএনপির লতিফ বাহিনীর সেকেন্ডইন কমান্ড ইউনিয়ন কৃষক দলের সভাপতি সামাউল ইসলাম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দৈনিক দিনকালের মহেশপুর প্রতিনিধি সাংবাদিক ওবাইদুল হককে পিটিয়ে আহত করে। অবিলম্বে সন্ত্রাসী বাহিনীর হোতা সামাউল ইসলামসহ তার বাহিনীর সদস্যদের আটকের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সহ সভাপতি জালাল উদ্দীন, সাংবাদিক রবিউল ইসলাম,শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম, জামশেদ আলম বকুল,আহত সাংবাদিক ওবাইদুল হক প্রমুখ।