বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় নিভে গেল পাঁচ বছরের রাফির প্রাণ

মোঃ আমিনুল ইসলাম
বকশীগঞ্জ(জামালপুর) সংবাদদাতা।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৫ মে) বিকেল ৩টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাফি মিয়া, বয়স পাঁচ বছর। সে সাতানী পাড়া গ্রামের আবু হুরাইরা ও রাবেয়া আক্তারের একমাত্র পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, জন্মের তিন মাস পর থেকেই রাফি তার নানা রবিউল ইসলামের বাড়িতে তালতলায় থাকত। বাবা-মা কর্মসূত্রে ঢাকায় অবস্থান করায় নানাবাড়িই ছিল রাফির নিরাপদ আশ্রয়। আদর-যত্নে বেড়ে ওঠা রাফির হাসিমুখ আর চঞ্চলতায় ভরে থাকত পুরো বাড়ি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাফি তালতলা থেকে মির্ধা পাড়া মোড়ের দিকে যাওয়ার সময় হঠাৎ রাস্তা পার হচ্ছিল। ঠিক তখনই বকশীগঞ্জ-ধানুয়া কামালপুর সড়কে চলন্ত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় সে গুরুতর আহত হলে সঙ্গে সঙ্গেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা সেখানে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর চালক ঘটনাস্থলে অটোরিকশাটি ফেলে রেখে পালিয়ে যায়। এ বিষয়ে বকশীগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইস্তিয়াক আহমেদ জানিয়েছেন, শিশুর মৃত্যুকে কেন্দ্র করে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং চালককে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।
এই অকাল মৃত্যুতে শোকাহত শিশুটির পরিবার ও স্থানীয় এলাকাবাসী।