জাতীয়

সড়ক দুর্ঘটনায় আহত সানির মৃত্যু, বোন চিকিৎসাধীন

হাজীগঞ্জ (চাঁদপুর): সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন নাজমুল হাসান সানি (২৮)। আজ সোমবার (২৬ মে) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সানি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাঙ্গা গ্রামের পাটওয়ারী বাড়ির আবুল বাসার পাটওয়ারীর ছেলে।

জানা গেছে, নিহত সানি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং তিনি তার স্কুলশিক্ষক বোনের সঙ্গে শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত ১৮ মে (রোববার) রাতে কাজ শেষে সানি ও তার বোন হাজীগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে উয়ারুক যাচ্ছিলেন। পথে হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর এলাকায় যাত্রী ছাউনির সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিটি ধাক্কা দেয়।

এ দুর্ঘটনায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং সানি ও তার বোন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সানির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। টানা আটদিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে আজ সকাল সাড়ে ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সানির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার প্রতিবেশী আব্দুস সাত্তার মিয়াজী এবং সহকর্মী মামুন তপদার। তার বোন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

 

You may also like

জাতীয়

এসএসসির সূচি প্রকাশ

  • ডিসেম্বর ১২, ২০২৪
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সূচি প্রকাশ করে
Uncategorized জাতীয় রাজনীতি সারাদেশ

পিরোজপুরে নানা আয়োজনে মহান বিজয় পালিত

  • ডিসেম্বর ১৬, ২০২৪
পিরোজপুর প্রতিনিধি: নানা আয়োজনে পিরোজপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে পিরোজপুরের পুরাতন খেয়াঘাট শহীদ