সারাদেশ

কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে নারী নিহত, আহত ৩

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাষানীগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রুজিনা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (২৬ মে) সকাল ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সংঘর্ষে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের রহিম মিয়া ও তার ছেলে সাগরের সঙ্গে রুজিনা বেগমের পারিবারিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে রহিম ও সাগর বিরোধপূর্ণ জমিতে মাটি কাটতে গেলে রুজিনা বেগম বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের হামলায় রুজিনা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রুজিনা বেগম ওই গ্রামের মৃত নিজাম মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি কেজি স্কুলের প্রধান শিক্ষিক ছিলেন বলে জানিয়েছেন মাধবপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোতাহের আলী।

এছাড়াও একই গ্রামের নিজাম উদ্দীনের চেলে হারুন মিয়া (৪০), হারুন মিয়ার স্ত্রী লুবনা বেগম (২৭), এবং ধলাইরপার গ্রামের চেরাগ মিয়ার ছেলে আলাল আহমদ কে আহত অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,