সারাদেশ

নানা বাড়ি বেড়াতে গিয়ে সড়ক দূর্ঘটনার এক শিশুর মৃত্যু

মোঃ রাফসান জানি, ভোলা
মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে গিয়েছিল মাহিদ(৭) জীবিত ফেরা হলোনা বাড়িতে, ফিরলো লাশ হয়ে।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে নানা বাড়ির অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করতে করতে হঠাৎ চলে আসে সড়কে, বেপরোয়া গতির ব্যাটারিচালিত অটো রিক্সার ধাক্কায় সড়কে প্রাণ যায় ছোট্ট শিশু মাহিদ এর, কে-বা জানত তার জীবনের এটাই শেষ ছিল নানা বাড়ি যাওয়া। দুর্ঘটনাটি ঘটেছে দৌলতখান উপজেলার চর পাতা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের লেচপাতা গ্রামের সৃষ্টিতোলা নামক এলাকায়।
মৃত শিশু মাহিদ ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা খোকন- খাদিজা দম্পত্তির ছেলে। মাহিদের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, তার এই মৃত্যু মেনে নিতে পারছে না স্বজনরা।
মাহিদ এর মা খাদিজা ঢাকা ক্যানভাস’কে জানান,আমার বাবার বাড়ির ছোট ছেলে মেয়েদের সাথে বিকেলবেলা খেলা করতে যায় মাহিদ, হঠাৎ চলে যায় সড়কে সেখানে বেপরোয়া গতিতে ছুটে আসা ব্যাটারিচালিত অটো রিক্সার ধাক্কায় মারা যায় মাহিদ।
স্থানীয়রা জানান, ব্যাটারীচালিত অটো রিক্সার বেপরোয়া গতির কারণেই ছোট্ট শিশু মাহিদের মৃত্যু হয়েছে। রিক্সার ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ যায় মাহিদের এবং রিক্সাচালক রিক্সা রেখে ঘটনা স্থান থেকে কৌশলে পালিয়ে যায়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিল্লুর রহমান ঢাকা ক্যানভাস’কে জানান, বিকেল বেলা মাহিদ খেলার ফাঁকে সড়কে চলে আসে ব্যাটারীচালিত অটো রিক্সার ধাক্কায় প্রাণ যাই তার। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,