সারাদেশ

বাগেরহাটে টানা বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
টানা বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও টানা বৃষ্টির প্রভাবে বাগেরহাটের নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
বুধবার (২৮ মে) রাত থেকে বৃহস্পতিবার (২৯ মে) দিনব্যাপী ভারি বৃষ্টিপাত ও জোয়ারে বাগেরহাট পৌরসভার রাহাতের মোড়, পুরাতন বাজার, কাঁচাবাজার এলাকা, মোরেলগঞ্জ পৌরসভার প্রধান বাজার ও মোংলা শহরের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার বিভিন্ন নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে দরাটানা নদীর পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার উপরে, বলেশ্বর নদী বিপদসীমা ছুঁয়েছে এবং পশুর নদীর পানি ১ দশমিক ১৫ মিটার উপরে রেকর্ড করা হয়েছে। জোয়ারের সময় পানি স্বাভাবিকের তুলনায় দুই থেকে আড়াই ফুট পর্যন্ত বেশি হয়েছে।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মো. আল বিরুনী জানান, নদ-নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়ে লোকালয় প্লাবিত হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও বেড়িবাঁধ ভাঙার খবর পাওয়া যায়নি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,