সারাদেশ

কালমেঘ স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর নিবন্ধন চলছে;পুনর্মিলনী ঈদের তৃতীয় দিন 

মোঃ মনিরুজ্জামান অনিকঃ বালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
” বন্ধু চল ঐ ঘাসে, রাখবো হাত তোর কাঁধে “এই  স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে  প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী( মিলনমেলা) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে পবিত্র ঈদুল আজহার (কোরবানির ঈদ) তৃতীয় দিন  তা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী আয়োজনে অংশ নিতে আগ্রহী প্রত্যেক শিক্ষার্থীদের নিবন্ধন করতে আহ্বান জানিয়েছে আহ্বায়ক কমিটি।
আহ্বায়ক কমিটি জানিয়েছে,কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে জানাচ্ছি যে,এই  প্রথমবারের মতো  আমরা সিনিয়র-জুনিয়র মিলে একটি মিলনমেলার আয়োজন করতে যাচ্ছি।  ইতোমধ্যে তারিখও নির্ধারণ করা হয়েছে। ইনশাআল্লাহ, সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহার  তৃতীয় দিনে আমাদের পুনর্মিলনী উদ্‌যাপন হবে।
আহ্বায়ক কমিটি আরও জানায়, পুনর্মিলনী নিয়ে সবার সঙ্গে আলোচনা করে প্রথমে একটি আহ্বায়ক কমিটি ও প্রতি ব্যাচ থেকে যথাসম্ভব  প্রতিনিধি নির্ধারণ করা হয়। এরপর অর্থ, প্রচারসহ বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠান সম্পন্ন করার আগে আরও কয়েকটি উপকমিটি গঠন করা হবে। যেসব কমিটি গঠন করা হয়েছে, সেগুলোর সদস্যরা ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছেন।
আহ্বায়ক কমিটির তথ্যমতে,পুনর্মিলনী অনুষ্ঠানে  শুধুমাত্র  এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন। নিবন্ধনের জন্য প্রতিজনকে নির্ধারিত পরিমাণ টাকা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন করা প্রত্যেক শিক্ষার্থীদের সকালের নাস্তা,দুপুরের খাবার,একটি ক্যাপ এবং একটি করে টি-শার্ট দেওয়া হবে।থাকবে প্রতিষ্ঠিত হওয়া বড় ভাই বোন এবং স্যারদের মোটিভেশনাল বক্তব্য,খেলাধুলা,ফটোশেসন, স্যারদের হাতের বেতের বারি সুস্থ মস্তিষ্কের সাংস্কৃতিক অনুষ্ঠান,সবশেষে পুরষ্কার বিতরণী সহ নানা আয়োজন।
এ ছাড়া দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের ইভেন্ট রাখা হয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য্য মোঃনাজমুল হক,মোঃ মোশাররফ হোসেন,মোঃরাজু ইসলাম,মোঃআবু সুফিয়ান,মোঃরকিব হাসান,মোঃ সাব্বির হোসেন সবুর, মোছাঃসোনিয়া আরফিন ইতি  ও মোঃমনিরুজ্জামান অনিক বলেন, “কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ ঠাকুরগাঁওয়ের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান।  এই বিদ্যালয় থেকে অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা শেষ করে বের হয়েছেন। যারা রাষ্ট্রের বিভিন্ন কাজে বড় বড় দায়িত্ব পালন করছেন। শুধু চাকরি নয়, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানও গড়ে তুলেছেন। এ ছাড়া প্রবাসেও পাড়ি জমিয়েছেন অনেকে।
আমরা চাই আধুনিকতার যান্রিক এই যুগে সকলের সাথে বন্ধুত্ব বা সু সম্পর্ক বজায় রাখতে।যতদিন বাঁচবো সবার সাথে মিলেমিশে থাকবো।আর এই মিলেমিশে থাকতে হলে সকলের সাথে বছরে অন্তত একবার সাক্ষাৎ হওয়া প্রয়োজন।স্কুল জীবনের প্রায় হারিয়ে যাওয়া বন্ধুত্বের সম্পর্কগুলোকে জোড়া লাগাতে তাই আমরা আয়োজন করেছি এই পুনর্মিলনীর।
আহ্বায়ক কমিটির নাজমুল,রাজু  ও সবুর বলেন, আমরা ছোট পরিসরে আমাদের স্কুলে অনেক অনুষ্ঠান করেছি। কিন্তু এবারের আয়োজন সম্পন্ন ভিন্ন।আশা করছি,আমরা প্রাক্তন শিক্ষার্থীদের  কাঙ্ক্ষিত উপস্থিতি পাবো  এবং সফলতার সহিত আয়োজন সম্পন্ন করবো ইনশাআল্লাহ ।
 আমাদের এই বিদ্যাপীঠে যারা পড়াশোনা করেছেন, তাদের প্রত্যেক এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল্লাহ হীল বাকি।  এ জন্য সবাইকে নিজেদের ব্যাচ-প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে এবং সবাইকে  অংশগ্রহণ করে  পুনর্মিলনীটি ‘মিলনমেলায়’ পরিণত করতেও আহ্বান জানিয়েছেন তিনি।দীর্ঘদিন পর হলেও এমন উদ্দ্যেগকে সাদুবাদ  এবং অভিননন্দন জানিয়েছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় সুশীল সমাজ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,