সারাদেশ

ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পেলেন আলম মোল্লা

পলাশ উপজেলা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পেলেন পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লা।
শনিবার (৩১ মে) সন্ধ্যায় পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের সভাপতি/সম্পাদকদের উপস্থিতিতে আলম মোল্লাকে পৌর বিএনপির সভাপতি হিসেবে ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী . আবদুল মঈন খান। এর আগে,আলম মোল্লা দীর্ঘ সময় ধরে ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি পদে সুনামের সঙ্গে  দায়িত্ব পালন করেছেন।স্থনীয় বিএনপি সূত্রে জানা যায়, এর আগে, ২০২৪ সালের (১৭ মে) পলাশ উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে এম সাত্তারকে সভাপতি মো. দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক পদে উপস্থিত কাউন্সিলদের ভোটে ১০১ সদস্যবিশিষ্ট ঘোড়াশাল পৌর বিএনপির  কমিটি নির্বাচিত করা হয়েছিল। এক পর্যায়ে ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি এম সাত্তারকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব দেওয়ায় দীর্ঘ সময় ধরে ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি পদটি শূন্য হয়ে যায়। সেই শূন্য স্থান পূরণ করে শনিবার সন্ধ্যায় এক বর্ধিত সভায় ওই কমিটির সিনিয়র সহসভাপতি মো. আলম মোল্লাকে সকল নেতাকর্মীদের সম্মতিতে . আবদুল মঈন খান সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করেন।

এদিকে ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি হিসেবে আলম মোল্লা দায়িত্ব পাওয়ার পর থেকে বিএনপি ছাত্রদল সহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

নিয়ে এক প্রতিক্রিয়ায় . আবদুল মঈন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আলম মোল্লা জানান, . আবদুল মঈন খান স্যার আমাকে যে দায়িত্ব দিয়েছেন।  আমি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে  মঈন খান স্যারের বিশ্বস্ত হাতিয়ার পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন সহ ঘোড়াশাল পৌর বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।  আগামী দিন গুলোতে ঘোড়াশাল পৌর বিএনপির প্রতিটি ইউনিটকে আরও সুসংগঠিত করে . আবদুল মঈন খানের হাতকে শক্তিশালী করে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে . আবদুল মঈন খানকে বিজয়ী করে সংসদে পাঠাতে ঘোড়াশাল পৌর বিএনপি মুখ্য ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,